ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিউটি কুইন হত্যায় ৬০ বছর পর যাজকের সাজা

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিউটি কুইন হত্যায় ৬০ বছর পর যাজকের সাজা

দোসী সাব্যস্ত যাজক ফেইট ও তার হাতে খুন হওয়া বিউটি কুইন গারজা (ডানে)

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৬০ বছর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মার্কিন বিউটি কুইনকে হত্যার দায়ে প্রবীণ ক্যাথলিক যাজকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

হত্যার অভিযোগ স্বীকার করার পর শুক্রবার টেক্সাসের একজন বিচারক তাকে এ সাজা দেন। সেই সময় জন ফেইট নামে এই ব্যক্তি টেক্সাসের ম্যাক-অ্যালেনের ভিজিটিং যাজক ছিলেন। তখন তার বয়স ছিল ২৭ বছর। এখন তার বয়স ৮৫ বছর। বৃহস্পতিবার তিনি আদালতে দোষী সাব্যস্ত হন।

আইরেনা গারজা নামে টেক্সাসের সেই সময়ের ২৫ বছর বয়সি বিউটি কুইনকে খুনের মামলায় সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে ফেইটকে। গারজার মৃত্যু টেক্সাসের রিও গ্রান্ডের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ক্ষোভ জিইয়ে রেখেছিল। এতদিন সেই মৃত্যুর অভিযোগ স্বীকার না করলেও জীবনের পড়ন্ত বেলায় তা করেছেন ফেইট।

সাবেক যাজক ফেইট আরিজোনায় বসবাস করছিলেন। মামলা শুরু হওয়ার পর তাকে টেক্সাসে আনা হয়।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়