ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ১০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার প্রায় ১০ হাজার বিক্ষোভকারী এতে অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে।

গত সপ্তাহেও তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল তেল আবিবে। ওই সময় প্রায় ২০ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে চলতি বছর দুর্নীতির অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে তদন্তে শুরু করেছে পুলিশ। নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ পার্টি তাদের ফেসবুক পোস্টে দাবি করেছে, বামপন্থিরাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করছে। ওই পোস্টে সব ইসরায়েলির প্রতি তাদের প্রধানমন্ত্রীকে সমর্থণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে শনিবার বিক্ষোভকারীরা যেসব ব্যানার এনেছিল তাতে লেখা ছিল, ‘ডান নয়, বাম নয়, আমাদের দাবি সততা’, রাজনীতিবিদদের দুর্নীতিতে আমরা ক্লান্ত’, ‘দূর কর দুর্নীতি’ ইত্যাদি স্লোগান। বিক্ষোভকারীরা নিজেদেরকে ডান ও বাম উভয় দলের সমর্থক বলে দাবি করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়