ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কসোভোর সার্ব নেতাকে গুলি করে হত্যা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কসোভোর সার্ব নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : কসোভোর এক সার্ব নেতাকে তার দলীয় কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। সার্ব নিয়ন্ত্রিত উত্তর মিতরোভিকায় এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে।

নিহত আইভনিক ছিলেন মধ্যপন্থি নেতা। তিনি ফ্রিডম, ডেমোক্রেসি , জাস্টিস নামের একটি দলের প্রধান ছিলেন। কসোভোর সার্বদের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সঙ্গে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তার বিরুদ্ধে ১৯৯৯ সালে আলবেনীয়দের জাতিগতভাবে হত্যার দায়ে যুদ্ধাপরাধের একটি মামলা পুনঃবিচারাধীন রয়েছে।

উত্তর মিতরোভিকায় দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর আইভনিকের বুকে চারটি গুলি করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইভনিকের আইনজীবী নেবজসা ভ্লাজিক।

এই সংবাদ পাওয়ার পরপর ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ব্রাসেলসে অনুষ্ঠিত কসোভো আলবেনিয়ানের সঙ্গে চলমান বৈঠক থেকে বের হয়ে আসে সার্বিয়ার সরকারের পক্ষে প্রতিনিধি দল।

সার্বিয়ার থেকে স্বাধীনতার ঘোষণার পর কসোভোতে জাতিগত বিভাজন দেখা দেয়। মিত্রোভিকাকে দুভাগ করে এর উত্তরের দখল রয়েছে সার্বদের, আর দক্ষিণে রয়েছে আলবেনীয়রা।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়