আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিমান হামলায় যুক্তরাজ্যের যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন দেশটির বিরোধী দলীয় নেতা লেবার পার্টির জেরেমি করবিন। রোববার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিরিয়ায় বিমান হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণের আইনি ভিত্তি নিয়ে বিতর্ক রয়েছে। কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি হামলায় সমর্থন দেয় সেটাই তিনি সমর্থন করবেন।
করবিন বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করছি, ‘প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছি এর আইনি ভিত্তিটা কোথায়?’
তিনি বলেন, ‘আইনি ভিত্তি হতে পারে... আত্মরক্ষা অথবা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল কর্তৃপক্ষ। এই সময়ে মানবিক হস্তক্ষেপ নিয়ে আইনি বিতর্ক রয়েছে।’
প্রসঙ্গত, বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা এলাকায় আসাদ সরকার রাসায়নিক হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। রাশিয়ার বারবার সতর্কতা সত্ত্বেও শনিবার ভোরে সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৮/শাহেদ