ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ৩ চার্চে আত্মঘাতী হামলা, নিহত ৯

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় ৩ চার্চে আত্মঘাতী হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় তিনটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় এ হামলাগুলো হয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হামলাগুলো সংঘটিত হয়। এখনো পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।

টিভির ছবিতে দেখা যায়, একটি চার্চের প্রবেশমুখে বিধ্বস্ত ইট-পাথর পড়ে রয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় গত কয়েক মাসে ইসলামী জঙ্গিবাদের উত্থান পরিলক্ষিত হচ্ছে।

দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হামলাগুলো ইসলামিক স্টেটের (আইএস) ভাতৃপ্রতীম সংগঠন জেমা আনসারুত দাউলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে রাজধানী জাকার্তার একটি উপশহরে একটি কারাগারে ইসলামী জঙ্গি কারাবন্দীদের সঙ্গে সংঘর্ষে ইন্দোনেশীয় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হন।

তথ্য : বিবিসি

 

পড়ুন :

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়