ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দল থেকে পদত্যাগ করলেন নাজিব রাজাক

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ১৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দল থেকে পদত্যাগ করলেন নাজিব রাজাক

আন্তর্জাতিক ডেস্ক : দেশত্যাগে নিষেধাজ্ঞার পর দল থেকে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

শনিবার এক টুইটার বার্তায় নাজিব রাজাক তার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘আমাকে অবহিত করা হয়েছে যে, অভিবাসন বিভাগ আমাকে ও আমার পরিবারকে বিদেশে যেতে অনুমতি দেবে না। আমি এ নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবার নিয়ে দেশেই থাকব। পাশাপাশি আমি ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পার্টির প্রেসিডেন্ট ও বারিসান ন্যাশনাল জোটের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি।’

বুধবারের জাতীয় নির্বাচনে পরাজয়ের প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, ‘যা ঘটেছে তা নিয়ে আমরা সবাই দুঃখিত। তবে গণতান্ত্রিক মূ্ল্যবোধ চর্চা করে এমন একটি দল হিসেবে আমরা জনগণের সিদ্ধান্তকে মেনে নিচ্ছি।’

নাজিব জানান, তার ডেপুটি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি ইউএমএনও পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।

এর আগে নাজিব রাজাকের দেশত্যাগে শনিবার নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অভিবাসন বিভাগ। নির্বাচনে পরাজিত হওয়ার পর নাজিব রাজাক বলেছিলেন, তিনি ও তার স্ত্রী অবসর সময় কাটানোর জন্য শনিবার বিদেশে ঘুরতে যাবেন। তার এ ঘোষণার পরই দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর আসে।

বুধবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল জোটকে পরাজিত করে সরকার গঠন করে মাহাথির মোহাম্মদের পকাতন হরাপন জোট। বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে ৯২ বছর বয়সে শপথ গ্রহণ করেন মাহাথির।

নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৫ সালে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ৭০০ মিলিয়ন ডলার সরিয়ে নিয়েছেন। তবে পরে সেই অভিযোগ থেকে কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেয়।

নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর অনেকেই ধারণা করছেন, দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে ফের তদন্ত শুরু হতে পারে।

তেমনটি ইঙ্গিত দিয়েই এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, ‘তার (নাজিব রাজাক) বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যার সবগুলোই তদন্ত করা হবে। আমাদের দ্রুত কাজ করতে হবে। কারণ এসব তদন্তে আমরা অন্য দেশের প্রত্যাবর্তনের ঝামেলায় পড়তে চাই না।’

তথ্য : আল জাজিরা



রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়