ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পারমাণবিক চুক্তিতে থাকবে ইরান : রুহানি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পারমাণবিক চুক্তিতে থাকবে ইরান : রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পারমাণবিক চুক্তির স্বার্থ সুরক্ষিত হলে তেহরান চুক্তিতে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র নিজেকে চুক্তি থেকে প্রত্যাহার করে নৈতিকতা লঙ্ঘন করেছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে সাক্ষাৎকালে রোববার তিনি এ মন্তব্য করেছেন।

রুহানি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যাহার নৈতিকতার লঙ্ঘন, রাজনীতি ও কূটনীতিকে সঠিক পথে পরিচালনার বিরোধী এবং আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘অবশিষ্ট পাঁচটি দেশ যদি চুক্তি মেনে চলে তাহলে আমেরিকার ইচ্ছা না থাকলেও ইরান চুক্তিতে থাকবে।’

২০১৫ সালে তেহরানের পরমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ইরান অন্তত ১০ বছর ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ হ্রাস করবে। বিনিময়ে দেশটির উপর থেকে ধাপে ধাপে অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সাল থেকেই একে ‘বাজে চুক্তি’ আখ্যা দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার তিনি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। বৃহস্পতিবার ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। অবশ্য যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া এ চুক্তি বহাল রাখতে তৎপরতা শুরু করেছে এবং মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়