ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইন্দোনেশিয়ায় এবার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ১৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় এবার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় তিনটি চার্চে যুগপৎ আত্মঘাতী হামলায় ১৩ জন নিহতের রেশ কাটতে না কাটতেই এবার দেশটির সুরাবায়া পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা হয়েছে।

সোমবার পাঁচজনের একটি পরিবার দুটি মোটরসাইকেল নিয়ে এ হামলা চালায়। এতে ছয়জন সাধারণ নাগরিক ও চারজন পুলিশ আহত হন।

পুলিশ জানিয়েছে, সোমবারের হামলায় হামলাকারীদের মধ্যে আট বছরের এক মেয়ে জীবিত রয়েছে।

পুলিশ সদর দপ্তরে হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেল চেকপয়েন্টের দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরিত হয়।

এর আগে রোববার সুরাবায়ায় তিনটি চার্চে একই সময়ে আত্মঘাতী বোমা হামলা চালায় পাঁচজনের অন্য একটি পরিবার। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় রোববার হামলাকারী ওই পরিবারের সদস্যদের মধ্যে মা ও দুই মেয়ে একটি চার্চে আত্মঘাতী বোমা হামলা চালান। অন্যদিকে, বাবা ও দুই ছেলে অন্য দুটি চার্চে আত্মঘাতী হামলা চালান।

দেশটির জাতীয় পুলিশের প্রধান টিটো কারনাভিয়ান জানিয়েছেন, হামলাকারীরা আইএসের আদর্শে অনুপ্রাণিত জঙ্গি সংগঠন জেমা আনসারুত দাউলার (জেএডি) সদস্য ছিল।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি শত শত ইন্দোনেশীয় সিরিয়া থেকে ফিরেছে, যেখানে আইএস সরকারের বিরুদ্ধে শক্তভাবে লড়াই করছে।

রোববারের ওই হামলা ছিল ইন্দোনেশিয়ার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা, যেখানে ৪০ জন লোক আহতও হয়।

একটি হামলাস্থল পরিদর্শন করে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ হামলাকে ‘বর্বর’ অভিহিত করে জানিয়েছেন, তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন অপরাধ সংঘটনকারীদের নেটওয়ার্ক তদন্ত করে চুরমার করে দিতে।

প্রেসিডেন্টের এমন ঘোষণা পর পরই সুরাবায়া পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটলো।

তথ্য : বিবিসি ও আল জাজিরা

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়