ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেলানিয়া ট্রাম্পের কিডনি অপারেশন সফল

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলানিয়া ট্রাম্পের কিডনি অপারেশন সফল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কিডনি অপারেশন করিয়েছেন। সোমবার করা তার এই অপারেশন সফল হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, মেলানিয়া ট্রাম্পের কিডনির সমস্যা ছিল সমাধানযোগ্য। অপারেশনের পর সেই সমস্যা দূর হয়েছে।

মেলানিয়া ট্রাম্পের কার্যালয়ের মুখপাত্র জানান, ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে মেলানিয়ার ওই অপারেশনের মাধ্যমে ধমনীরোধী রক্তপিণ্ড অপসারণ করা হয়। অপারেশনের সময় কোনো জটিলতা দেখা দেয়নি। অপারেশন সফল হয়েছে।

৪৮ বছর বয়সি মেলানিয়া ট্রাম্প ম্যারিল্যান্ডের বেথেসডার ওই হাসপাতালে সপ্তাহের বাকি সময় বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।

এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি মেলানিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।

তথ্য : বিবিসি

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়