ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কর্নাটকে জিতেও হারলো বিজেপি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্নাটকে জিতেও হারলো বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্নাটকে বিধানসভার সরকার গঠন নাটকীয়তার দিকে মোড় নিয়েছে। রাজ্য নির্বাচনে বিজেপি জয় পেলেও পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা। এরই মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা কংগ্রেস ও তৃতীয় অবস্থানে থাকা জেডি (এস) সরকার গঠনের জন্য জোট বেঁধে ফেলেছে।

মঙ্গলবার ঘোষিত ফল অনুযায়ী, বিধানসভার ২২৪টি আসনের মধ্যে বিজেপে পেয়েছে ১০৬টি, কংগ্রেস ৭৭টি ও জেডি (এস) পেয়েছে ৩৭টি।

ফলাফলের এই চিত্র দেখে বিকেলেই দেবগৌড়ার দল জেডি(এস)-কে নিঃশর্ত সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে ঘটনার গতিমুখ অন্য দিকে ঘুরিয়ে দিয়েছে কংগ্রেস। সরকার গঠনে জেডি(এস) নেতা দেবগৌড়া ও তার ছেলে কুমারস্বামীর সঙ্গে ফোনে কথা বলেছেন সোনিয়া গান্ধী।এর পরেই কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ জানান, জেডি(এস) এবং তাদের সম্মিলিত আসন সংখ্যা বিজেপির চেয়ে বেশি হওয়ায় রাজ্যপালের কাছে তারা সরকার গঠনের দাবি জানাবেন। যদিও কংগ্রেসে ও জেডি(এস)-এর আগেই রাজ্যপালের কাছে পৌঁছে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিজেপির ইয়েদুরাপ্পা।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ কুমারস্বামীর জন্য ছেড়ে দিয়েছে কংগ্রেস। আর উপমুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের কোনও দলিত নেতাকে বসানো হবে। কংগ্রেসের এই প্রস্তাব মেনে নিয়েছে জেডি(এস)।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ