ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারত-বাংলাদেশের স্বার্থ অভিন্ন : মোদি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ২৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত-বাংলাদেশের স্বার্থ অভিন্ন : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি বলেছেন, ভারত-বাংলাদেশ দুটি পৃথক দেশ। তবে এই দুটি দেশের স্বার্থ অভিন্ন। শুক্রবার শান্তিনিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

মোদি বলেন, ‘সংস্কৃতি বা সরকারি নীতি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একে অপরের কাছ থেকে অনকে কিছু শিখেছি।’

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশ দুটি পৃথক দেশ, তবে সহযোগিতা ও সমঝোতার বন্ধনে তারা আবদ্ধ। সাংস্কৃতিক অথবা সরকারি নীতি সব ক্ষেত্রেই দুই দেশের  জনগণ একে অপরের কাছে অনেক কিছু শিখেছে।’

গত কয়েক বছরের ভারত-বাংলাদেশ সম্পর্ককে দুই দেশের জন্য স্বর্ণের অধ্যায় বলে মন্তব্য করেন মোদি।

তিনি বলেন, এই বছরগুলোতে ভারত-বাংলাদেশ সম্পর্কের সোনালি অধ্যায় আমরা লিখেছি। কিছু ইস্যু ছিল যেগুলো সম্পর্কে ধারণা করা হয়েছিল এগুলোর সমাধান অসম্ভব। কিন্তু আমরা যৌথভাবে এই বিষয়গুলোর সমাধান করেছি। ১৯৬৫ সাল থেকে কানেক্টিভিটি ইস্যুটি প্রায় বন্ধই ছিল। কিন্তু আমরা এই ইস্যুগুলোর ওপর কাজ করছি এবং দুই দেশের মধ্যে সব ধরণের কানেক্টিভিটি বাড়িয়ে চলছি। আমরা ইতিমধ্যে কলকাতা-খুলনা শীতাতাপ নিয়ন্ত্রিত ট্রেন বন্ধন এক্সপ্রেস চালু করেছি।’

সমাবর্তন অনুষ্ঠানে কোনও স্ক্রিপ্ট ছাড়াই ভাঙা ভাঙা বাংলায় বক্তব্য রাখেন মোদি।

এসময় আম্রকুঞ্জের মঞ্চে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। আজই মোদির সঙ্গে শেখ হাসিনার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র : ইকোনোমিক টাইমস

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়