ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বর্ণবাদের বিরুদ্ধে লড়তে বললেন মেরকেল

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ণবাদের বিরুদ্ধে লড়তে বললেন মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত অঞ্চলের মধ্যে বর্ণবাদী মনোভাবের বিরুদ্ধে লড়তে সংগঠনভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

তিনি জানিয়েছেন, অভিবাসনের ফলে সে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে তা কোনো দেশই উপেক্ষা করতে পারে না।

শনিবার স্পেনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অভ্যর্থনা গ্রহণের পর মেরকেল সাংবাদিকদের এ কথা বলেন। অভিবাসী বিনিময় চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে স্পেনে এ সফরে যান মেরকেল।

স্পেনের দক্ষিণের আন্দালুসিয়ার দোনানা ন্যাচারাল রিসার্ভে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা অভিবাসন সম্পর্কে একটি মতৈক্যে পৌঁছান, যদিও ইইউভুক্ত কয়েকটি দেশে অভিবাসীদের আশ্রয়ের বিপক্ষে আন্দোলন হচ্ছে।

মেরকেল ও সানচেজ জানান, তারা আগামী মাসে অস্ট্রিয়ায় অনুষ্ঠিতব্য ইইউ শীর্ষ সম্মেলনে একই লক্ষ্যে কাজ করবেন।

ইইউতে শরণার্থী ও অভিবাসীর সুষ্ঠু বণ্টনের দাবি ফের তুলে এক সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, ‘আমরা আফ্রিকা উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, সেটা মাল্টা বা সিসিলি যাই হোক না কেন। তাই অভিবাসন এমন এক চ্যালেঞ্জ যা মোকাবিলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং কোনো দেশই এই ব্যাপারটিকে এড়িয়ে যেতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা সদস্য দেশগুলোতে বর্ণবাদী প্রবণতা দেখতে পাচ্ছি। এটি খুবই দুঃখজনক এবং সব দেশকেই এর বিরুদ্ধে লড়তে হবে।’

তথ্য : আল জাজিরা




রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়