ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে গেছে এক বালক

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে গেছে এক বালক

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় শনিবার বিকেলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছে। তবে বিমানে থাকা ১২ বছরের এক বালক বেঁচে গেছে।

বিবিসি জানিয়েছে, রোববার সকালে পাপুয়া নিউ গিনি সীমান্তের কাছে একটি পার্বত্য এলাকা থেকে ওই বালককে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বালকটি জ্ঞান হারায়নি এবং সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে।

শনিবার বিকেলে তানাহ মেরাহ এলাকা থেকে যাত্রীদের নিয়ে বিমানটি উড্ডয়ন করে। ডাইমনিম এয়ার নামে বিমান ভাড়া প্রতিষ্ঠানের এই বিমানটি পাপুয়া প্রদেশের ওকসিবিল বিমানবন্দরে অবতরণের কথা ছিল। উড্ডয়নের ৪০ মিনিটের মাথায় ৯ আরোহিকে নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা এএফপি  জানিয়েছে, পাশের গ্রামের বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি করা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়