ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যকে হুমকি যুক্তরাষ্ট্রের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যকে হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ইস্যুতে এবার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। লন্ডনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন বলেছেন, ইরান ইস্যুতে ব্রিটেন যদি প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে না দাঁড়ায় তাহলে তাদেরকে ‘ভয়াবহ বাণিজ্যিক পরিণতি’ ভোগ করতে হবে।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত নিবন্ধে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। গত সপ্তাহে ইরানের ওপর ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছে তার সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন জনসন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ ইরান চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে ব্রিটেনকে সম্পর্কচ্ছেদেরও পরামার্শ দিয়েছেন তিনি।

২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত এবং বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার চুক্তি হয়। গত মে মাসে চুক্তিটিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করে নেন ট্রাম্প। তবে ইউরোপীয় দেশগুলো এ চুক্তিতে থাকার পক্ষে অবস্থান নিয়েছে।

জনসন বলেছেন, ‘ আমেরিকা চাপপ্রয়োগ করে যাচ্ছে এবং আমরা যুক্তরাজ্যকে আমাদের পাশে চাই। ২০১৫ সালের ত্রুটিপূর্ণ চুক্তি থেকে সরে আসার এখনই সময়।’

তিনি বলেন, ‘আমরা বৈশ্বিক ব্রিটেনকে তার উল্লেখযোগ্য কূটনীতিক ক্ষমতা ও প্রভাব ব্যবহার এবং আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি যাতে আমরা মিলিতভাবে একটি প্রকৃত সমন্বিত চুক্তি করতে পারি।’



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়