ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ৩৯

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের দখল করা শহর ইদলিবে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ জনেরও বেশি শিশু রয়েছে। রোববার সিরিয়ার একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুর্কি সীমান্তবর্তী শহর সারমাদার অস্ত্র গুদামে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিস্ফোরণের কারণে দুটি ভবন ধসে পড়েছে। ধ্বংসাবশেষ অপসারণে বুলডোজার ব্যবহার করা হচ্ছে এবং সেখানে আটকে পড়া লোকদের উদ্ধারের কাজ চলছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন, প্রথমে নিহতের সংখ্যা ১২ জন বলে জানা গিয়েছিল। পরে ধ্বংসস্তুপ থেকে আরো কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘সারমাদার একটি আবাসিক এলাকায় থাকা অস্ত্র গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার নয়।’

আব্দেল রহমান জানান, নিহতদের অধিকাংশ সিরিয়ার প্রাক্তন আল-কায়েদার সহযোগি সংগঠন হায়াত তাহরির আল-শামের যোদ্ধাদের পরিবারের সদস্য।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়