ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চীনা পণ্যে ২০০ বিলিয়ন ডলার শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনা পণ্যে ২০০ বিলিয়ন ডলার শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : চীনা পণ্যে নতুন করে ২০০ বিলিয়ন ডলার সমমূল্যের শুল্কারোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশ দুটির মধ্যে বাণিজ্যযুদ্ধ তীব্র আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।

নতুন করে প্রায় ৬ হাজার চীনা পণ্য শুল্কারোপের আওতায় পড়তে যাচ্ছে। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র এ যাবৎকালের সবচেয়ে বড় শুল্কারোপ করতে যাচ্ছে।

নতুন করে শুল্কারোপের আওতায় পড়তে যাওয়া চীনা পণ্যের মধ্যে রয়েছে হ্যান্ডব্যাগ, চাল ও বস্ত্রশিল্প। তবে স্মার্ট ওয়াচ ও হাই চেয়ারের ওপর নতুন শুল্কারোপ হওয়ার কথা থাকলেও আপাতত হচ্ছে না।

যুক্তরাষ্ট্র জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর এই নতুন শুল্কারোপ কার্যকর হবে। এটি প্রাথমিকভাবে ১০ শতাংশে থাকলেও দুই দেশ চুক্তিতে পৌঁছাতে না পারলে আগামী বছর থেকে ২৫ শতাংশ শুল্ক আদায় করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের ‘অন্যায় ব্যবসার’ প্রতিবাদে নতুন করে শুল্কারোপ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি কী ধরনের পরিবর্তন প্রয়োজন এবং আমরা আমাদের সঙ্গে ন্যায্য আচরণের জন্য চীনকে প্রতিটি সুযোগ দিয়েছি। তবে এখনো পর্যন্ত চীন তাদের অন্যায্য ব্যবসা পরিবর্তন করতে অনিচ্ছা প্রকাশ করে আসছে।’

যুক্তরাষ্ট্রের চীনা পণ্যে নতুন শুল্কারোপের সিদ্ধান্তের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে চীন।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়