ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : গত দশকের তুলনায় বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে। প্রতিরোধযোগ্য রোগ ও অন্যান্য জটিলতায় গত বছর বিশ্বে ৬০ লাখ শিশুর মৃত্যু হয়েছে। ২০০০ সালে জাতিসংঘের সদস্য দেশগুলো যখন চরম দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তখন একই কারণে মারা যাওয়া শিশুর সংখ্যা ছিল এর প্রায় দ্বিগুন।

মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০০০ সালে বিশ্বনেতারা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিলেন। ওই সময় প্রতিবছর ১৫ বছর বয়স পর্যন্ত ১ কোটি ১২ লাখ শিশু নিরাপদ পানির অভাব, অপুষ্টি, প্রতিরোধযোগ্য রোগ ও জন্ম হওয়ার পরপর মারা যেতো। ২০১৭ সালে এই সংখ্যা কমে ৬৩ লাখে এসে দাঁড়িয়েছে। এই হিসেবে প্রতি পাঁচ সেকেন্ডে একটি করে শিশুর মৃত্যু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা প্রিন্সেস সিমেলিলা বলেছেন, ‘পানির অভাব, পয়োঃব্যবস্থা, অপুষ্টি অথবা মৌলিক স্বাস্থ্যসেবার অভাবের কারণে এখনো প্রতিবছর লাখ লাখ শিশুর মৃত্যু হওয়া উচিৎ নয়।’

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছর মারা যাওয়া ৫৪ লাখ শিশুর বয়স ছিল পাঁচ বছরের নিচে। ধনী দেশগুলোর তুলনায় আফ্রিকার সাহারা অঞ্চল অথবা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিশু মৃত্যুর এই হার ৯ গুন বেশি।




রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়