ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। সোমবার পুলিশের একটি তল্লাশি চৌকির কাছে এ হামলার ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে এক পুলিশ সদস্য রয়েছে। এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। এছাড়া ১০ পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক বিস্ফোরণে আহত হয়েছে। এদের মধ্যে নারীও রয়েছে।

কাবুলের কেন্দ্রীয় এলাকায় একটি স্কুলের কাছে হামলাকারী পায়ে হেঁটে তল্লাশির চৌকির একেবারে কাছে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। ওই এলাকাতেই আফগান অর্থ ও আইন মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে।

পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ জানিয়েছেন, বিস্ফোরণের স্থল থেকে প্রায় ২০ মিটার দূরে তিনি ছিলেন। বিস্ফোরণের মাত্র ৩০ মিনিট আগে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমি চারটি মৃতদেহ সরিয়েছি। তবে সেখানে আরো মৃতদেহ রয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়