ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মারাই গেলেন পোল্যান্ডে ছুরিকাঘাতে আহত মেয়র

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ১৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মারাই গেলেন পোল্যান্ডে ছুরিকাঘাতে আহত মেয়র

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডে দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে এসে স্টেজে ছুরিকাঘাতে আহত মেয়র পায়েল আডামোভিকস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দেশটির জিডানস্ক শহরের মেয়র ছিলেন।

রোববার শত শত মানুষের সামনে ছুরিকাহত হওয়ার পর সোমবার হাসপাতালে মৃত্যুবরণ করেন আডামোভিকস।

হামলার পর তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় হাসপাতালটিতে তার টানা পাঁচ ঘণ্টা অপারেশন চলে। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

হামলাকারী ২৭ বছরের যুবক। তার আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। হামলার পরপরই তাকে আটক করা হয়।

হামলার সময় হামলাকারী চিৎকার করে বলতে থাকে যে, তাকে গত সরকারের সময় অন্যায়ভাবে জেলে ভরা হয়েছিল এবং যে দল তখন সরকারে ছিল তারা মেয়র আডামোভিকসকে সমর্থন করেছিল।

পুলিশের ধারণা, হামলাকারী স্টেজে প্রবেশ করতে গণমাধ্যমের পাশ ব্যবহার করেছিল।

পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমবার নিশ্চিত করে জানান, মেয়র আডামোভিকস মারা গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী লুকাজ জুমোভস্কি মেয়রের জীবন বাঁচাতে না পারার প্রসঙ্গে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা জিততে পারিনি।’

এদিকে, মেয়র আডামোভিকসের ‍মৃত্যুর পর সোমবার সন্ধ্যায় জিডানস্কে হাজার হাজার মানুষ জড়ো হয়ে তার আত্মার শান্তি চেয়ে রাত্রিযাপন করেছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ডরঝেজ এ হামলাকে ‘অকল্পনীয় শয়তানি কাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়