ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ামিন গ্রেপ্তার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ামিন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থ পাচার মামলার শুনানি চলাকালে সোমবার আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

আদালতে সরকারি কৌঁসুলি জানিয়েছেন, সাক্ষ্য বদল বা প্রত্যাহার করতে ইয়ামিন এক সাক্ষীকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিলেন। ওই সাক্ষীর মৌখিক বিবৃতিকে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া এক গোপন নথিতে দেখা গেছে, আর্থিক গোয়েন্দা ইউনিটের নজরে ধরা পড়া একটি সন্দেহজনক লেনদেনের বিষয়ে পুলিশি তদন্ত ঠেকানোর চেষ্টা করেছিলেন ইয়ামিন। আদালতে ওই নথিও উপস্থাপন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কৌসুঁলির পক্ষ থেকে ইয়ামিনকে হাজতে পাঠানোর আবেদন করা হয়।

ইয়ামিন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া তিনি অর্থপাচার মামলার বৈধতা নিয়েও চ্যালেঞ্জ করেছেন।

আদালতের বিচারক আহমেদ হাইলাম ইয়ামিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। প্রায় চার ঘন্টা আদালত কক্ষে থাকার পর ইয়ামিনকে একটি সামরিক গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

মালদ্বীপের সংশোধনাগার সেবা কেন্দ্রের এক মুখপাত্র জানিয়েছেন, ইয়ামিনকে মাফুশি দ্বীপের একটি রিমান্ড কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়