ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মসজিদে হামলাকারীর নাম উচ্চারণ করবেন না আরদার্ন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মসজিদে হামলাকারীর নাম উচ্চারণ করবেন না আরদার্ন

আন্তর্জাতিক ডেস্ক : ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলাকারী সন্ত্রাসীর নাম কখনো উচ্চারণ না করার প্রত্যয় ব্যক্ত করেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন।

মঙ্গলবার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেওয়া এক ভাষণে  তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে তিনি মুসলিম কায়দায় সালাম দিয়ে ভাষণ শুরু করেন।

আরদার্ন বলেন, ‘সে তার সন্ত্রাসী কর্মকান্ড থেকে অনেক কিছু চেয়েছিল, এর একটি কুখ্যাতি। তাই এ কারণে আপনারা আমাকে কখনো তার নাম উচ্চারণ করতে শুনবেন না।

গত শুক্রবার জুমার নামাজের সময় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী দাবিকারী ২৮ বছরের ব্রেন্টন ট্যারান্টের হামলায় ৫০ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের নাম নিন , তার নাম নয় যে তাদের প্রাণ নিয়েছে। সে একজন সন্ত্রাসী, সে অপরাধী। সে চরমপন্থী। কিন্তু আমি যখন কথা বলব তখন তার নাম উচ্চারণ করবো না।’

হামলাকারী ব্রেন্টনের বিরুদ্ধে ‘নিউ জিল্যান্ডের আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে’ বলে এমপিদের আশ্বস্ত করেন আরদার্ন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়