ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিউ জিল্যান্ডে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ হচ্ছে

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউ জিল্যান্ডে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর নিউ জিল্যান্ড সরকার অ্যাসাল্ট ও সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করছে।

নিউ জিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এ সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন কঠোর নতুন অস্ত্র আইনের অধীনে এসব অস্ত্র নিষিদ্ধ করার কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্স।

গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় ৫০ জন নিহত এবং ৪০ জন আহত হন।

আগামী ১১ এপ্রিলের মধ্যে নতুন অস্ত্র আইন কার্যকর হবে এবং তাতে নিষিদ্ধ অস্ত্র মালিকদের কাছ থেকে কিনে নেওয়ার একটি ব্যবস্থা রাখা হবে।
 


আরডার্ন বলেন, ‘হামলার ছয় দিন পর, আমরা সবরকমের সেমি-অটোমেটিক (এমএসএসএ) ও অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ ঘোষণা করছি।

আর ঘোষিত সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে আইন প্রনয়নের আগে অস্ত্রগুলোর তড়িঘড়ি ক্রয় বন্ধ করতে অন্তবর্তী বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।।

তিনি আরো বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও একই ধরনের অন্যান্য ডিভাইসের বিক্রিও নিষিদ্ধ করা হবে।

এর আগে বুধবার বর্ণবাদী ভাবাদর্শের শিকড় উপড়ে ফেলার জন্য বিশ্বব্যাপী লড়াইয়ের ডাক দেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী।
 


বুধবার বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে  তিনি এ আহ্বান জানিয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বর্ণবাদ বাড়ছে এমন ধারণাও প্রত্যাখ্যান করেন আরডার্ন।

উগ্র ডানপন্থি জাতীয়তাবাদের বিস্তৃতি রোধে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ শুক্রবার ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে জুমার নামাজের সময় নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশত মানুষকে হত্যা করে বর্ণবাদী অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারান্ট। এতে আহত হন ৪০ জন।

নিহতদের মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়