ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাবুলে একাধিক বিস্ফোরণে নিহত ৬

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবুলে একাধিক বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার পার্সিয়ান নতুন বছর নওরোজ উদযাপনের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগানিস্তানের অনেক এলাকায় বসন্তকালের শুরুতে নওরোজ উৎসব উদযাপন করা হয়। তবে কট্টোরপন্থি মুসলিমরা এর বিরোধিতা করে এবং একে অনৈসলামিক বলে মনে করে তারা।

কাবুলের কার্ত ই সাখি মাজারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকাটি শিয়া অধ্যুষিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মর্টার বোমা হামলা চালানো হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নওরোজ উপলক্ষে জমায়েত ও বেসামরিক লোকদের  বাড়ি লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়