ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নিহত ৪

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৭, ৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে পতাকা খোলাকে কেন্দ্র করে  বিজেপি-তৃণমূল কর্মীদের সংঘর্ষে  চার  জন নিহত হয়েছে। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট এলাকায় এ ঘটনা ঘটে।

তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জানান, শনিবার সন্ধ্যায় সন্দেশখালিতে বুথ কমিটির বৈঠক হচ্ছিল। ওই সময় দলের অফিসের পতাকা খোলা কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। যে দলীয় অফিসে বুথ কমিটির বৈঠক হচ্ছিল, কয়েকদিন আগে ওই অফিসেই বিজেপি তাদের দলীয় পতাকা লাগিয়ে দেয়। এ দিন সেই পতাকা খুলে ফের তৃণমূলের পতাকা লাগানোর চেষ্টা করতেই বিজেপি কর্মীরা বাধা দেয়। পাল্টা প্রতিবাদ করে তৃণমূল কর্মীরা। এ সময় একটি গুলি এসে লাগে তৃণমূল কর্মী কায়েমের গায়ে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালের চিকিৎসকেরা জানান, তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপির হার্মাদরা তাকে মেরেছে। মাথায় গুলি করেছে। বিজেপি যদি মারার রাজনীতি শুরু করে আমরাও ছাড়ব না।’

তবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করেন, সংঘর্ষে তাদের দলের পাঁচ কর্মী নিহত হয়েছে। এদের মধ্যে তিন জনের মৃতদেহ পাওয়া গেছে।

তিনি বলেন, ‘বাকি দু’জনের দেহ পুলিশ সরিয়ে ফেলেছে বলে আমাদের কাছে খবর আসছে। সুজিত মণ্ডল, তপন মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে  তিন বিজেপি কর্মীর দেহ পাওয়া গেছে, এ ছাড়া চার জন নিখোঁজ। ওই চার জনের মধ্যে শঙ্কর মণ্ডল এবং দেবদাস মণ্ডল নামে দু’জনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। কিন্তু পুলিশ মৃতের সংখ্যা কমিয়ে দেখাতে ওই দুজনের দেহ লোপাট করার চেষ্টা করছে।’

সূত্র : আনন্দবাজার




রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়