ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বাংলাদেশিদের নেতিবাচক চোখে দেখবেন না’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাংলাদেশিদের নেতিবাচক চোখে দেখবেন না’

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করায় বাংলাদেশিদের নেতিবাচক চোখে না দেখার আহ্বান জানিয়েছেন  দেশটির এক শীর্ষ কর্মকর্তা।

দ্য পেরাক ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দাতুক সিরি মোহাম্মদ নিজার জামালউদ্দিন বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মালয়েশীয়দের প্রতি এ আহ্বান জানিয়েছেন।

পেরাক রাজ্যের উইল হোটেলে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ রোড শোতে জামালউদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ এবং তাদের আধুনিক ও বিলাসবহুল বাজার অর্থনীতি রয়েছে।

তিনি বলেন, ‘তাদের শ্রমিকরা এখানে দেশটির সত্যিকারের প্রতিচ্ছবি নয়। তারা এখন আধুনিক ও অগ্রগামী। আমাদের এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং দেশটি সম্পর্কে আমাদের নতুন মনোভাব তৈরি করতে হবে।’

বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন জামালউদ্দিন।

তিনি বলেন,‘তারা এখন বিশ্বে তৈরি পোশাক খাতের অন্যতম বৃহৎ রপ্তানিকারক। তাদের সিরামিক খাত থেকে ৮৯ দেশে রপ্তানি হয় এবং তারা সবজি ও সামুদ্রিক খাবার রপ্তানি করে।’

অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়