ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শত টাকায় মিলবে ভারত সিরিজের টিকিট

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১০ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শত টাকায় মিলবে ভারত সিরিজের টিকিট

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা

ক্রীড়া ডেস্ক : আগামী ১২ জুন (বৃহস্পতিবার) থেকে ভারত ও বাংলাদেশ ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। দর্শকদের জন্য সুসংবাদ, জেনারেল গ্যালারিতে ১০০ টাকায় মিলবে সেই টিকিট।

এ ছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডে ভক্তরা খেলা উপভোগ করতে পারবে ১৫০ টাকায়। জুয়েল অ্যান্ড মুস্তাক স্ট্যান্ড ৩০০, ভিআইপি ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। এদিকে, হসপিটালিটি লাউঞ্জ ও হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩০০০ ও ৫০০০ টাকা।

বিজয়নগর, ধানমণ্ডি, উত্তরা, ইউসিবি ব্যাংকের মিরপুর ও বসুন্ধরা শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ভক্তরা।

১৫ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচও হবে একই স্টেডিয়ামে ১৭ ও ১৯ জুন।

বি : দ্র : ৩টি ওয়ানডে ম্যাচের টিকিট একসঙ্গে কেনা যাবে বলে নিশ্চিত করেছে বিসিবি।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/নেছার/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়