ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রবাসীকল্যাণসচিবের জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপরাগতা

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১০ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রবাসীকল্যাণসচিবের জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপরাগতা

খোন্দকার শওকত

আদালত প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের করা তিন মামলায় প্রবাসীকল্যাণসচিব ড. খোন্দকার শওকত হোসেনের জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

মঙ্গলবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এক আবেদনের শুনানিকালে এ অপারগতার কথা জানান।

প্রবাসীকল্যাণসচিবের আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাফিজ জানান, আগাম জামিন শুনানি করতে আদালত অপারগতা জানিয়ে আবেদনটি ফিরিয়ে দিয়েছেন

আদালতে  রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাজমুল হক উপস্থিত ছিলেন।

গত ২২ এপ্রিল ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে তিনটি প্লট বরাদ্দ নেওয়া ও আকার পরিবর্তনের অভিযোগে দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় মতিঝিল থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন। এ মামলাগুলোয় জামিন চেয়ে আবেদন করেন প্রবাসীকল্যাণসচিব।

রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ