ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জীবননগরে ছাত্রলীগের মিছিলে যুবলীগের হামলা

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৯ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জীবননগরে ছাত্রলীগের মিছিলে যুবলীগের হামলা

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার জীবননগর উপজেলা শহরে ছাত্রলীগের মিছিলে যুব লীগের হামলায় সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছাত্রলীগ নেতা খায়রুল বাসার শিপলুকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কর্মীরা জীবননগর শহরে একটি আনন্দ মিছিল বের করলে স্থানীয় টগর গ্রুপের সমর্থকদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এতে দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার জীবননগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়। প্রথম দিনের ক্লাস উপলক্ষে কলেজের নবাগতদের অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের উদ্যোগে কলেজে ছাত্রসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ছাত্রলীগের একটি মিছিল শহর প্রদক্ষিণকালে কেবি মার্কেট পার হওয়ার সময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গ্রুপের যুবলীগের নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর গ্রুপের ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতিরোধ করে। উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সংঘর্ষে ছাত্রলীগ নেতা খায়রুল বাসার শিপলু, হাসান, জুয়েল, শরিফুল ইসলাম, যুবলীগের ডাবলু, বিল্লাল ও নাসির আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে শিপলুর অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।


 

 

রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/৯ আগস্ট ২০১৪/মামুন/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়