ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা ও ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৯ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা ও ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্কুলশিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা ও ছুরিকাঘাত করার প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
 
শনিবার দুপুরে কয়েকশ শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বর এলাকায় মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এন এস কবির পলাশ, ব্যাংক কর্মকর্তা এ জে এম নওশাদ, শিক্ষক সাইদুল ইসলাম, যুবলীগ নেতা মো. আল-আমিন প্রমুখ। এর আগে হামলাকারীদের বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ শাহরিয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়।


 

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/৯ আগস্ট ২০১৪/সমীর চক্রবর্তী/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়