ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শার্শা সীমান্তে ১৫ লাখ টাকার পণ্য জব্দ

রিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৯ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শার্শা সীমান্তে ১৫ লাখ টাকার পণ্য জব্দ

যশোর জেলার মানচিত্র

যশোর প্রতিনিধি : আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল সীমান্তের ছোট আচড়া গ্রামে চোরাই পণ্য আটক করতে গিয়ে বিজিবি ও চোরাচালানিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিজিবি এ সময় আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছুঁড়লে দুই চোরাচালানি আহত হয়। এ সময় ১৫ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।

যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, শনিবার ভারত থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে চোরাকারবারীরা, এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ছোট আচড়া গ্রামে চোরাচালানিদের চ্যালেঞ্জ করে। এতে চোরাচালানকারীরা বিজিবির ওপর হামলা চালায়। বিজিবি এ সময় আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছুঁড়লে চোরাচালানকারী বিজিবিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

বিজিবি ঘটনাস্থল থেকে ১৫ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে। এ ঘটনায় দুই চোরাচালানি আহত হওয়ার খবর পাওয়া গেছে।


 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৪/রিটন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়