ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একজনও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় : জাবেদ আলী

শোয়েব হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১০ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একজনও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় : জাবেদ আলী

উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা (ছবি : শোয়েব হোসেন)

জামালপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, ভোটার হবার যোগ্য একজনও যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ভুল ভোটার তালিকা করতে সব মহলের সহযোগিতা চান তিনি।

রোববার দুপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী জামালপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও দেওয়ানগঞ্জ পৌরসভার উপনির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি,  এনজিও ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার পরে শহরের পাথালিয়া এলাকায় নির্ধারিত নির্বাচন কমিশনের জেলা সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন করেন।

 

রাইজিংবিডি/জামালপুর/১০ আগস্ট ২০১৪/শোয়েব হোসেন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়