ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাহাড়ি ঢলে ফুলগাজীর ১৫ গ্রাম প্লাবিত

দিলারা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাহাড়ি ঢলে ফুলগাজীর ১৫ গ্রাম প্লাবিত

ফেনী জেলার মানচিত্র

সৌরভ পাটোয়ারী, ফেনী : চার দিন ধরে লাগাতার বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ১৫ গ্রাম আবারো প্লাবিত হয়েছে। পানির অতিরিক্ত চাপে ভেসে গেছে শতশত মাছের খামার। সড়কের ওপর দিয়ে প্রায় তিন ফুট পানি উঠায় বাস চলাচল স্বাভাবিক থাকলেও ছোট গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।


ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহম্মদ নাছির জানান, পরশুরাম উপজেলার মুহুরী নদর বাঁধের শ্রীপুর অংশ ভেঙ্গে গেছে। ফলে শ্রীপুর, মনতলা, গাছতলা, শ্রীপুর উত্তর, দেঢ় পাড়া, ঘোসাপুর, চিতলিয়া, বরইয়া, বিজয়পুর, বাসুদা, ধনিকুন্ডসহ প্রায় ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। ওই এলাকার ফসলী জমি, শতশত পুকুর, মাছের খামার ভেসে গেছে।


পানি বৃদ্ধি পাওয়ায় ছাগলনাইয়া পৌর শহরের মটুয়া রাস্তার মাথা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক, উপজেলা কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা অফিস, পরিসংখ্যান অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, মৎস্য অধিদপ্তর, সমবায় অফিস, সমাজ সেবা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, একটি  বাড়ি একটি খামার প্রকল্প, কেন্দ্রীয় সমবায় সমিতি অফিস, আনসার ভিডিপি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনসহ পুরো আবাসিক এলাকা, থানা রাস্তার মাথা, রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, কেন্দ্রীয় শহীদ মিনারসহ পৌরসভা ও ৫টি ইউনিয়নের বহু এলাকা পানির নীচে তলিয়ে গেছে।

 

 

 

রাইজিংবিডি/ফেনী/১৫ আগস্ট ২০১৪/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়