ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইরাকে জঙ্গি হটিয়ে মসুল বাঁধের নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দিরা

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ১৮ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরাকে জঙ্গি হটিয়ে মসুল বাঁধের নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দিরা

মসুল বাঁধ

ডেস্ক রিপোর্ট : ইরাকের মসুলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে দেশটির সবচেয়ে বড় বাঁধের নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি যোদ্ধারা। রোববার মার্কিন বিমানবাহিনীর সহায়তায় মসুল বাঁধের দখল নেয় কুর্দি পদাতিক বাহিনী।  

 

মসুল বাঁধটি কৌশলগত কারণে খুব গুরুত্বপূর্ণ। এখানে উৎপাদিত জলবিদ্যুৎ উত্তর ইরাকে সরবরাহ করা হয়ে থাকে। এখান থেকে খাওয়ার পানিও সরবরাহ করা হয়।

 

গত ৭ আগস্ট বাঁধটি দখল করে আইএস। আশঙ্কা করা হচ্ছিল, জঙ্গিরা বাঁধের স্লুইসগেট খুলে দিয়ে উত্তর ইরাকে বন্যার সৃষ্টি করতে পারে।  

 

ইসলামিক স্টেট আগে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) নামে পরিচিত ছিল। সুন্নি মুসলমানদের এ সংগঠনটি উত্তর ইরাক ও পূর্ব সিরিয়ার বিশাল এলাকার দখল নিয়ে সেখানে খিলাফত বা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

 

এর আগে, সরকারি বাহিনীকে হটিয়ে মসুলসহ ইরাকের কয়েকটি শহর দখল করে আইএস। উত্তর ইরাকের তেলক্ষেত্র, শোধনাগারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার দখলও নেয় তারা। এ সময় অনেক শিয়া মুসলিম ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের হত্যা করে আইএস জঙ্গিরা।

 

তথ্যসূত্র : বিবিসি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৪/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়