ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে আইনজীবীদের মারামারি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে আইনজীবীদের মারামারি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার পর বিএনপিপন্থি আইনজীবীরা নিজেদের মধ্যে মারামারি করেছেন। টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে এ মারামারি হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে আদালত ছাড়ার পরপরই এ ঘটনা ঘটে। সাংবাদিকদের সামনে আদালতের কার্যক্রম তুলে ধরার সময় খালেদা জিয়ার দুই আইনজীবী খোরশেদ আলম ও মির্জা আল মাহমুদের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। খোরশেদ আলম ঢাকা আইনজীবী সমিতির সভাপতি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে তা নিয়ন্ত্রণে আসে।

এদিকে ঢাকা বারের সভাপতির সাথে অসৌজন্যমূলক আচরণ করায় মির্জা আল মাহমুদের বিচার দাবি করেছেন উপস্থিত আইনজীবীরা।



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়