ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাখাইনের মানবতাবিরোধী অপরাধ তদন্তে রিট

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাখাইনের মানবতাবিরোধী অপরাধ তদন্তে রিট

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইনে মানবতাবিরোধী অপরাধ হয়েছে অভিযোগ করে তার তদন্ত ও বিচার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী সম্প্রতি এ রিট করেন।

রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আংশিক শুনানি হয়েছে। দুপুর ২টার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে শুনানি করবেন।

রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, বাংলাদেশের আইনেই মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্টে তার বিচার ও তদন্ত সম্ভব। আমরা আদালতকে এ কথা বলেছি।




রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়