ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রকল্পের অর্থ আত্মসাৎ: সিডিএর ৩ প্রকৌশলী গ্রেপ্তার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ১০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকল্পের অর্থ আত্মসাৎ: সিডিএর ৩ প্রকৌশলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প থেকে ২৭ লাখ ২৩ হাজার ২৪৭ টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তিন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার চট্টগ্রামের কোতোয়ালি থানার মোড় থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী হামিদুল হক ও সৈয়দ গোলাম সারোয়ার এবং উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।

প্রনব রাইজিংবিডিকে জানান, ২০০৮ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ওই তিন প্রকৌশলীসহ ছয়জনকে আসামি করে পৃথক ছয় মামলা দায়ের করে দুদক। দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাফর আহমেদ, উপসহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন ও নুরুল ইসলাম মামলাগুলো তদন্ত করছেন। আজ তাদের নেতৃত্বে একটি টিম আসামিদের গ্রেপ্তার করে।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়