ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বুলু-শওকতসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুলু-শওকতসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা থানায় দায়ের করা বিষ্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় বিএনপি বরকতউল্লাহ বুলু, সাংবাদিক শওকত মাহমুদসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার মামলার চার্জশিট আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে রামপুরা থানা এলাকায় দায়ের করা নাশকতা ও বিষ্ফোরণ ঘটানোর অভিযোগে  মামলা দুটি দায়ের করা হয়। মামলার মোট আসামি ৪১ জন।

উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রায়েছেন- বিএনপি নেতা মারুফ কামাল খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, হাবিবুন নবী খান সোহেল, কাইয়ুম কমিশনার প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়