ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ছিনতাইকারী ধরতে বিভিন্ন ফাঁদ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছিনতাইকারী ধরতে বিভিন্ন ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাই প্রতিরোধ ও জনসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।’

রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছিনতাইয়ের সম্ভাব্য সময় যেমন- সন্ধ্যা ও ভোররাতে পুলিশ সদস্যদের সিভিল পোশাকে সতর্কতার সঙ্গে মূল্যবান দ্রব্যসামগ্রী (ল্যাপটপ, ক্যামেরা, দামি মোবাইল ফোন ইত্যাদি) দিয়ে রিকশায় ঘোরাঘুরি করে ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চোরাই মালামাল কেনাবেচার স্থান শনাক্ত করাসহ ছিনতাইকারী আটকের জন্য গোয়েন্দা নিয়োজিত করা হয়েছে। ডিএমপি এলাকায় তৈরি ছিনতাইকারীদের তালিকা অনুযায়ী বিশেষ গুপ্তচর নিয়োগের মাধ্যমে তাদের গ্রেপ্তার আইনানুগ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন প্রয়োগকারী সংস্থার সত্যিকার পরিচয় ছাড়া পুলিশ ও র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফ, বেল্ট ও জুতা অবাধে বিক্রি বন্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ ও অন্য বাহিনীর ব্যবহৃত পোশাক সামগ্রী, ব্যাজ, হ্যান্ডকাপসহ বিভিন্ন সামগ্রীর অপব্যবহার রোধে পরিবীক্ষণের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর (সিলেট-৩) এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের সর্বমোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিমি এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিমি সীমান্ত রয়েছে। কিন্তু ৪ হাজার ১৫৬ কিলোমিটারের মধ্যে মাত্র ভারতের সঙ্গে ২ কিলোমিটার সীমান্ত অচিহ্নিত রয়েছে, যা নিয়ে উভয় দেশের পার্শ্ববর্তী জনগণের মধ্যে কিছু বিরোধের সৃষ্টি হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিমি সীমান্তের মধ্যে ছিটমহল, অপদখলীয় ভূমি এবং কিছু অচিহ্নিত সীমান্ত থাকায় পর্বে বেশ কিছু স্থানে বিরোধ থাকলেও বর্তমান সরকারের সময়ে মুজিব-ইন্দিরা চুক্তি-১৯৭৪ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের অভ্যান্তরে ভারতের ১১১টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিট মহল বিনিময় করা হয়। এর ফলে উভয় দেশের জনগণ এবং সীমান্তের মধ্যে এই বিরোধের নিষ্পত্তি হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে-ভারত সীমান্তে মুহুরীর চর নামক স্থানে মোট ২ কিলোমিটার সীমান্ত অচিহ্নিত ছিল। বর্তমান সরকারের সময়ে এই সীমান্তের কিছু কিছু এলাকায় নদী ভাঙনের ফলে নতুন চর জেগে ওঠার কারণে উক্ত জমি দখল নিয়ে উভয় দেশের স্থানীয় জনগণের মধ্যে বিরোধের সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে উভয় দেশের ভূমি রেকর্ড ও জরিপ বিভাগের সমন্বয়ে নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়