ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাল দলিল : দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাল দলিল : দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে সিআইডর অর্গানাইজড ক্রাইমের সিরিয়াস স্কোয়াড।

বুধবার রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা এ তথ্য জানান।

দুপুরের সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, বুধবার সকালে শান্তিনগর এলাকার একটি বাসা থেকে রুহুলকে গ্রেপ্তার করা হয়। জাল দলিলের মাধ্যমে মো. আব্দুল হাকিম নামের এক ব্যক্তির আশুলিয়া থানার ‘পূর্ব নরসিংহপুর’ মৌজার ১৩৭ দশমিক ৫০ শতাংশ জমি নিজের নামে করে নেন চেয়ারম্যান রুহুল আমিন। যার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা। পরে ভুক্তভোগী ২৮ এপ্রিল আশুলিয়া এসিল্যান্ড অফিসের এক নোটিশের মাধ্যমে জানতে পারেন রুহুল আমিন ওই জমির নামজারি-জমা খারিজের জন্য আবেদন করেছেন। পরে প্রকৃত মালিক এসিল্যান্ড অফিসে যোগাযোগ করলে সেখান থেকে তাকে জানানো হয়, রুহুল আমিন চারটি জাল দলিল তৈরি করে ওই জমির মালিকানা দাবি করছেন। এ অভিযোগে তিনি ২৫ মে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তের পাশাপাশি চেয়ারম্যানকে রিমান্ডে নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করা হবে।

সংবাদ সম্মেলনে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়