ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মামলার তদন্তে পিবিআই

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মামলার তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে অপহরণের পর হত্যা মামলা তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার বিকেলে পিবিআই এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের মেয়ের জামাই নূর ইসলাম বাদি হয়ে এ মামলা করেন।

পিবিআই থেকে জানানো হয়, নিরপেক্ষ এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করই তাদের উদ্দেশ্য। একই সঙ্গে আসামিরাও দ্রুত সময় ধরা পড়বে বলে কর্মকর্তারা আশা করছেন।

আশুলিয়া থানার ওসি জাবেদ মাসুদ মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি চাঞ্চল্যকর। মূলত এ কারণেই পিবিআই তদন্ত করবে। তবে মামলার তদন্তে থানা পুলিশ ছায়া সহায়তা করবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের সঙ্গে সরকারের অন্য সংস্থাগুলো কাজ করছে।’

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের মরাগাং এলাকা থেকে জরিনা খাতুনের (৪৫) লাশ উদ্ধার করে। বাসের মধ্যে চালক, হেলপার ও সুপারভাইজারসহ কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাসের চালকের লোকজন তাদের দুজনকেই মারধর করে।



রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়