ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উত্তরায় ছিনতাইয়ের কবলে নারী ব্যবসায়ী

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরায় ছিনতাইয়ের কবলে নারী ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় ব্যক্তিগত গাড়িতে করে অফিসে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী ব্যবসায়ী।

তানিয়া তাসলিমা নামের ওই ব্যবসায়ী রোববার সন্ধ্যায় রাইজিংবিডিকে জানান, শনিবার বেলা পৌনে ১১টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের এসবি প্লাজার সামনে যানজটে পড়েছিলেন। সে সময় তিনি ছিনতাইয়ের শিকার হন।

তিনি বলেন, ঘটনার সময় আমার গাড়ির জানালার গ্লাস একটু নামানো ছিল। ঠিক সে জায়গা দিয়ে অজ্ঞাত দুই পুরুষের একজন আমাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র ধরে। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। তারা আমার ব্যবহৃত স্যামসাং এস-৮ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ফোনটির দাম ৭৫ হাজার টাকা।

পালানোর সময় ছিনতাইকারী অপর ব্যক্তির কাছে একটি ছুরিও দেখতে পান তানিয়া তাসলিমা।

এ বিষয়ে উত্তরা থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এ নারী ব্যবসায়ী। পুলিশ তাকে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে মামলা নথিভুক্ত করা হবে।

এ বিষয়ে কথা বলতে উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন খানকে ফোন করলে তিনি রিসিভ করেননি।


রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৮/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়