ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মার্চ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সেশনের নির্বাচন আগামী ১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন সাব-কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে সরকার সমর্থকদের সাদা প্যানেল। সাদা প্যানেলের সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নুর দুলালের নাম ঘোষণা করা হয়। তবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের তথা নীল প্যানেলের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।

সুপ্রিম কোর্ট বারের সদস্য সংখ্যা হচ্ছে ৮ হাজার ৮৮ জন। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়