ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩৫ হাজার ডিম নষ্ট, ৬ পুলিশ প্রত্যাহার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৫ হাজার ডিম নষ্ট, ৬ পুলিশ প্রত্যাহার

ছবি : সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঘুষ না পেয়ে নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশ কর্তৃক ৩৫ হাজার মুরগির ডিম নষ্ট করার ঘটনায় ৬ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করে হাইওয়ে বগুড়া রিজিয়ন সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে আরো জানান, ‘ডিমের মালিক শ্রী বিপ্লব কুমার সাহা বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার বরাবর যে অভিযোগ করেছেন তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহকে প্রধান করে শুক্রবার এ তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছয় পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে হাইওয়ে বগুড়া রিজিয়ন সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঘুষ না দেওয়ায় রশি কেটে পিকআপে থাকা পৌনে তিন লাখ টাকার ডিম রাস্তায় ফেলে নষ্ট করে দেয় বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়