ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হিজাব পরে সুন্দরী প্রতিযোগিতায়

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিজাব পরে সুন্দরী প্রতিযোগিতায়

লাইফস্টাইল ডেস্ক : যুক্তরাজ্যের হাডার্সফিল্ড শহরের তরুণী- সারা ইফতেখার। ২০ বছর বয়সি মুসলিম এই তরুণী খবরের শিরোনাম হয়েছেন ‘মিস ইংল্যান্ড’ সুন্দরী প্রতিযোগিতায় হিজাব পড়ে অংশগ্রহণ করায়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছেন।

‘মিস ইংল্যান্ড’ সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে সারা প্রথম প্রতিযোগী, যিনি হিজাব পড়ে ক্যাটওয়াকে অংশ নিতে যাচ্ছেন। আগামী সপ্তাহে নটিংহ্যামশায়ারের কেলহাম হলে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্বে ‘মিস ইংল্যান্ড’ সুন্দরীর মুকুট জেতার ব্যাপারে আশাবাদী সারা।

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় সারা। মুসলিম রীতির পোশাক পড়ে প্রায়ই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেখা যায় সারাকে। তবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সম্প্রতি মুছে ফেলেছেন তিনি। অ্যাকাউন্ট মুছে ফেলার আগে একটি সেলফি পোস্ট করে সারা লিখেছিলেন, ‘ওয়াও! আমি বলে বোঝাতে পারবো না কতটা আশ্চর্য হয়েছি ‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগীর তালিকায় আমার নাম উচ্চারিত হওয়াটা শুনে। আলহামদুল্লিাহ।’

‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণ আমার জন্য অবিশ্বাস্য একটি অভিজ্ঞতা, যা আমি কখনোই ভুলতে পারবো না। মিস ইংল্যান্ড প্রতিযোগিতার ফাইলে যাওয়ার সুযোগ পাব এমনটা কখনো ভাবিনি এবং এজন্য আমি কৃতজ্ঞ থাকবো।’

আইন বিষয়ে লেখাপড়া করছেন সারা। ১৬ বছর বয়স থেকেই নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার জন্য ‘গো ফান্ড মি’ নামক দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন সারা।  



সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে সারা বলেন, ‘আমি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এটা দেখানোর জন্য যে, সৌন্দর্যের কোনো সংজ্ঞা নেই, প্রত্যেকেই তার নিজস্ব গুণে সুন্দর।’

‘মিস ইংল্যান্ড’ মুকুট অর্জনে যুক্তরাজ্যের সারা দেশ থেকে নির্বাচিত ৫০ জন সুন্দরীকে লড়াইয়ে দেখা যাবে। ‘মিস ইংল্যান্ড’ মুকুটি বিজয়ী যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করবে চীনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’ প্রতিযোগিতায়।

তথ্যসূত্র : ইনডিপেন্ডেন্ট



রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৮/ফিরোজ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়