ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাংবাদিক এম বশির আহমেদ আর নেই

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক এম বশির আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্য, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র সদস্য এম বশির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকায় নিজ বাসায় অসুস্থ হন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমআ সাংবাদিক আবাসিক এলাকায় জামে মসজিদে তার জানাজা শেষে কালশী কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, তিনি আশির দশকে দৈনিক আজাদ পত্রিকার মধ্যে দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক সমাচার, দৈনিক সংবাদ পত্রিকায় ক্রাইম চিফ পদে দীর্ঘদিন কাজ করেছেন।

এম বশির আহমেদের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান শুক্রবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়