ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ায় প্রথম দিনে বোলারদের দাপট

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় প্রথম দিনে বোলারদের দাপট

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে চট্টগ্রাম ও রাজশাহীর মধ্যকার ম্যাচের প্রথম দিনে দাপট দেখিয়েছেন বোলাররা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচে আজ দুই দলের ১২ উইকেটের পতন হয়েছে।

টস জিতে আজ চট্টগ্রাম বিভাগকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক ফরহাদ হোসেন। ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি চট্টগ্রাম বিভাগ। দলীয় শূন্য রানেই প্রথম উইকেট হারায় তারা। এ সময় ৫ বল মোকাবিলা করলেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দলটির ওপেনার সাদিকুর রহমান। এরপর দলীয় ১০ রানের মাথায় চট্টগ্রাম শিবিরে দ্বিতীয় আঘাত হানেন ফরহাদ রেজা। তার বলে ওয়ানডাউনে নামা তাসামুল হকও ব্যক্তিগত শূন্য রানে আউট হন।

অন্যদের আসা-যাওয়ার মিছিলে দলকে একাই টানছিলেন সাজ্জাদুল হক। তার সঙ্গে চট্টগ্রামের হয়ে প্রতিরোধের চেষ্টা করেন সাঈদ সরকার। তারা দুজনে পঞ্চম উইকেট জুটিতে ১৮৫ বলে ১২৮ রান তুলেন।

চট্টগ্রামের হয়ে সেঞ্চুরির দিকে অনেকটা যাওয়ার পরও শেষপর্যন্ত ব্যর্থ হয়েছেন সাজ্জাদুল হক। ব্যক্তিগত ৯৫ রানে শরীফুল ইসলামের বলে বোল্ড হয়েছেন তিনি। চট্টগ্রামের হয়ে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ১৭৬ বলে ১২ চার ও ১ ছক্কায় এ ইনিংস খেলে ৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রানের ইনিংসটি আসে সাঈদ সরকারের কাছ থেকে। শেষপর্যন্ত ১০ উইকেট হারিয়ে ২৬০ রান তুলতে সক্ষম হয় চট্টগ্রাম বিভাগ।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফরহাদ রেজা। এছাড়া ৩টি করে উইকেট নেন দেলোয়ার হোসেন ও শরীফুল ইসলাম।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারায় রাজশাহী বিভাগ। ২ উইকেটের খরচায় ৩৪ রান তুলে দিন শেষ করে রাজশাহী বিভাগ।



রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৭/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়