ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেষ বলে আউট হয়েও আক্ষেপ নেই শুভর

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ বলে আউট হয়েও আক্ষেপ নেই শুভর

আব্দুল্লাহ এম রুবেল : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগে দারুণ সেঞ্চুরি পেয়েছেন রংপুর বিভাগের অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। দলের বিপর্যয়ের মাঝেই নাঈম ইসলামকে সাথে নিয়ে অসাধারণ ২৬৬ রানের জুটি গড়েছেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে মাত্র ৫৫ রানে ৩ উইকেট, তখন বিপর্যয়ে রংপুর বিভাগ। সেখান থেকে দলকে ভালো অবস্থানে নিতে পেরে তৃপ্ত দলের সোহরাওয়ার্দী শুভ। দলকে চ্যাম্পিয়ন করার জন্য এ ম্যাচেই জয় পেতে চায় রংপুর। ম্যাচশেষে রাইজিংবিডির সাথে আলাপাকালে এ কথা বলেন সোহরাওয়র্দী শুভ। 

নিজের ইনিংসের মূল্যায়ন করতে গিয়ে শুভ বলেন, ‘এই সেঞ্চুরিটা আমার জন্য খুবই স্পেশাল। আমাদের খুব তাড়াতাড়ি ৩টা উইকেট পড়ে গিয়েছিল। ব্যাটিংয়ের সময়টাও একটু কঠিন ছিল আমাদের জন্য। রান করার পর সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে।’ 

ইনিংসের শেষদিকে এসে আউট হলেও কোন আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি, ‘যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আমি মনের মধ্যে কখনও আক্ষেপ রাখি না। তবে হ্যাঁ, পরবর্তীতে আবার যখন সুযোগ আসবে, তখন সেটাকে আরও বড় ইনিংস খেলতে চেষ্টা করব।’

ভালো খেলার জন্য উইকেট থেকে সহায়তা পেলেও আস্তে আস্তে উইকেট বোলারদের জন্যও হয়ে উঠবে বলে মনে করছেন তিনি। উইকেট নিয়ে তিনি বলেন, উইকেটটা এখন পর্যন্ত খুব ভালো আছে। বোলারদের জন্য খুব একটা হেল্প নেই। তবে তৃতীয় বা চতুর্থ দিনে বোলাররা উইকেট থেকে সহায়তা পাবে বলে আমার মনে হয়। সেটাকে আমাদের বোলাররা কাজে লাগানোর চেষ্টা করবে।’

পরের দিনের লক্ষ্যটা নিয়ে তিনি বলেন, ‘আমরা হয়তো লাঞ্চ বা টি পর্যন্ত ব্যাট করে একটা বড় স্কোর করার চেষ্টা করব। এরপর যত দ্রুত সম্ভব ওদেরকে অল আউট করতে হবে।’

গত মৌসুমেই টায়ার টু এর চ্যাম্পিয়ন হিসেবে টায়ার ওয়ানে এসেছে রংপুর বিভাগ। এবারই তাদের সামনে শিরোপার লক্ষ্য। এই ম্যাচে জিততে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। এটা নিয়ে বলেন, আসলে আমাদের ভাগ্যটা এবার আমাদের খুব একটা সহায়তা করেনি। তিন থেকে চারটা ম্যাচ আমরা বৃষ্টির কারণে পুরোটা খেলতে পারিনি। আগের সবগুলো ম্যাচেই আমরা ডোমিনেট করছিলাম। তবে বৃষ্টির কারণে আমরা পুরো ম্যাচ খেলতে পারিনি। যদি পুরো ম্যাচ খেলতে পারতাম হয়তো বা আমরা আরও অনেক উপরে থাকতে পারতাম। এখন আমাদের চেষ্টা থাকবে যতটুকু সুযোগ পাচ্ছি ততটুকু কাজে লাগানোর।’



রাইজিংবিডি/খুলনা/১৩ অক্টোবর ২০১৭/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়