ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাঈমের প্রথম ডাবল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ১৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাঈমের প্রথম ডাবল

ক্রীড়া প্রতিবেদক: রানের ক্ষুধা দিনকে দিন বেড়েই যাচ্ছে নাঈম ইসলামের। মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে রংপুরের এ ক্রিকেটারের।

ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে পেয়েছিলেন সেঞ্চুরির স্বাদ। মাঝে ছন্দপতন হলেও পঞ্চম রাউন্ডে আবারও স্বরূপে ডানহাতি এ ব্যাটসম্যান। শুক্রবার শুরু হওয়া পঞ্চম রাউন্ডের প্রথম দিনই তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। আজ সেটিকে রূপ দিয়েছেন ডাবলে।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম ইসলাম। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে ২ রান নিয়ে ১৯৮ থেকে ২০০ রানে পৌঁছান নাঈম। ৩৪১ বলে ২১ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন। ২২ গজের উইকেটে অসাধারণ ধৈর্য্যর পরীক্ষা দিয়েছেন ৩০ বছর বয়সি এ ক্রিকেটার। ৮ ঘন্টা ২৭ মিনিট ক্রিজে থেকে ক্যারিয়ারের সবথেকে বড় ল্যান্ডমার্কে পৌঁছেছেন নাঈম।  এরপর দ্রুত ১৬ রান যোগ করে ২১৬ রানে আউট হন। তাইবুর পারভেজের বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দেন।  এর আগে নাঈমের সর্বোচ্চ রান ছিল ১৮৫। চলতি বছরের শুরুতে সিলেটে বিসিএলে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে বিসিবি নর্থের বিপক্ষে করেছিলেন ১৮৫ রান। 

 


চলমান জাতীয় ক্রিকেট লিগে এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন খুলনার এনামুল হক বিজয়। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি বাংলাদেশের ৪১তম ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মোসাদ্দেক হোসেন, অলোক কাপালি ও তুষার ইমরান। প্রত্যেকেই ৩টি করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। 




রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়