ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিকেএসপিতে বিজয়ের ডাবল সেঞ্চুরি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ২২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেএসপিতে বিজয়ের ডাবল সেঞ্চুরি

বিকেএসপিতে খুলনার হয়ে ডাবল সেঞ্চুরি করেন বিজয়। (ছবি: মিল্টন আহমেদ)

ক্রীড়া প্রতিবেদক: প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৪তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গতকালই। ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে আজ সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন খুলনা বিভাগের ব্যাটসম্যান এনামুল হক বিজয়। সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে তৃতীয় দিনের খেলায় ঢাকা বিভাগের বিপক্ষে ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি।

ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেও ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন বিজয়। প্রথম রাউন্ডে রংপুরের বিপক্ষে ২১৬ রানের পর শেষ রাউন্ডে ঢাকার বিপক্ষে খেললেন ২০২ রানের ইনিংস। এর ফলে প্রথম রাউন্ডে দুর্দান্ত শুরুর পর শেষটাও রাঙিয়ে রাখলেন খুলনার এ ওপেনার।

গতকাল দ্বিতীয় দিন শেষে ১৬৭ রানে অপরাজিত ছিলেন বিজয়। তার সঙ্গে ১৬৮ রানে অপরাজিত ছিলেন খুলনার হয়ে ওয়ানডাউনে নামা মেহেদী হাসান। বিজয়ের মতো আজ তারও ডাবল সেঞ্চুরি করার সুযোগ ছিল। কিন্তু ব্যক্তিগত ১৭৭ রানের মাথায় ঢাকার বোলার শরীফের শিকার হয়ে সাজঘরে ফেরেন মেহেদী হাসান।

মেহেদী ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেও বিজয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২৫১ বল মোকাবিলা করে ২৩ চার ও ৪টি ছক্কায় ২০২ রানের ইনিংসটি খেলেন বিজয়। এরপর শুভাগত হোমের বলে বলে তাইবুরের হাতে ধরা পড়ে আউট হন তিনি। বিজয়ের ডাবল সেঞ্চুরি ও মেহেদী হাসানের ১৭৭ রানের ইনিংসে ভর ৮ উইকেটে ৪৫৯ রানেই বড় পুঁজি গড়ে ইনিংস ঘোষণা দিয়েছে খুলনা।



রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়