ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যক্তিগত গাড়িচালকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যক্তিগত গাড়িচালকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক : সংশোধিত শ্রম আইনে ব্যক্তিগত গাড়িচালক ও হালকা যান চালকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সিক্যাব, অটোটেম্পো, আটো রিকশাচালক শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ থেকে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিদ্যমান আইনি কাঠামো হালকা যান চালক ও ব্যক্তিগত গাড়ি চালকদের কোনো ধরনের সুরক্ষা দেয়া হয় না। মালিকপক্ষ চালকদের নিয়োগপত্র, পরিচয়পত্র দেন না। চাকরির প্রমাণপত্র না থাকায় ব্যক্তিগত গাড়িচালকরা নানাভাবে বঞ্চিত হন।

বক্তারা আরো বলেন, ব্যক্তিগত গাড়ি চালকদেরকে শ্রম আইনের বাইরে রেখে শ্রম আইন গণতান্ত্রিক হতে পারে না। শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল করতে হবে। ব্যক্তিগত গাড়ি চালকদের আইনি সুরক্ষা দিতে হবে। 

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহেদুল হক মিলু, সংগঠনের প্রচার সম্পাদক শাহিন আলম।



রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৭/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়